অবশেষে পুলিশের কঠোর জেরার মুখে সাইফ আলী খানের হামলাকারী শরীফুল নিজের অপরাধ স্বীকার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শরীফুল পুলিশকে জানিয়েছেন, “হ্যাঁ, আমিই করেছি।”
তবে তিনি আরও বলেন, পতৌদি প্যালেস সম্পর্কে তিনি কোনো ধারণা না থাকলেও, সাইফ আলী খানের বাড়িতে চুরি করতে গিয়ে তাকে আক্রমণ করেন। এমনকি, তিনি সাইফকে চিনতেন না। পরে জানতে পারেন যে, আক্রমণকারী ব্যক্তি ছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
পুলিশের তদন্তের পর, শরীফুলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে এবং আদালত ঘটনা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত শরীফুলকে আবার সাইফ আলী খানের বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় জেরা করা হবে।
এদিকে, শরীফুলের কারণে তার কর্মসংস্থান হারিয়েছেন রেস্তোরাঁর কর্মী সরবরাহকারী ঠিকাদারও। রেস্তোরাঁর ম্যানেজার জানিয়েছেন, শরীফুলকে অভিযুক্ত করার পর ওই ঠিকাদারকে বরখাস্ত করা হয়েছে। কারণ, তিনি এমন একজনকে কর্মী আবাসনে থাকার অনুমতি দিয়েছিলেন, যাকে পুলিশের কাছে চুরির অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
শরীফুলের কাজ হারানোর পর তিনি ঠাণে এলাকায় নতুন কাজ শুরু করেন, যেখানে ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি কাজ করেছেন। তবে, ওই রেস্তোরাঁয় তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার।